শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

তৈয়বুর রহমান

স্টাফ রিপোর্টার: তারুণ্যের অঙ্গিকার, দেশ হবে জনতার এই স্লোগানকে উপজীব্য করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১শে আগস্ট) সকাল ১১:৩০ ঘটিকায় সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুজাহিদ আলী খোকনের সভাপতিত্বে এবং  যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজ দিলোয়ার হোসেনের যৌথ  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি শওকত ,সুনামগঞ্জ জেলা যুব মজলিসের নেতা মাওলানা ফারুক আহমেদ,গণ অধিকার পরিষদের নেতা আরিফুল হক,গণ অধিকার পরিষদের নেতা শিহাব উদ্দিন,গণ অধিকার পরিষদ,সুনামগঞ্জের  সিনিয়স সহ-সভাপতি আব্দুস সামাদ,গণ অধিকার পরিষদ,সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ,সুনামগঞ্জ জেলা যুব মজলিশের সাধারণ সম্পাদক শাহ কামাল আহমেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বারি সিদ্দিক,সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক হাসান আল মামুন,সুনামগঞ্জ সদর উপজেলার যুব অধিকার নেতা আশিকুর রহমান,জামালগঞ্জ উপজেলার যুব অধিকারের আহব্বায়ক মনির তালুকদার,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ দিলোয়ার হোসেন,জামালগঞ্জ যুব অধিকারের সদস্য সচিব জাকির হোসেন,জেলা যুব অধিকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান আহমেদ শাহরাজ,জেলা যুব অধিকারের সৌরভ,যুব জমিয়ত নেতা হাফিজ তোহা,প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনের অন্যায়,অত্যাচার,জুলুম আমরা ভুলি নাই।প্রতিটা আঘাতের জবাব দেয়া হবে।আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভিপি নুরুল হকের নেতৃত্বে যুব,গণ,ছাত্র, শ্রমিক এবং প্রবাসী অধিকার পরিষদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656