


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে রিয়াজুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।
শুক্রবার বিকেলে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য শুক্রবার বিকেলে বন্ধুদের নিয়ে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে ঘুরতে যান রিয়াজুল ইসলাম। সেখানে সময় কাটানোর একপর্যায়ে সাঁতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দেন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি দীর্ঘক্ষণ ধরে ভেসে না ওঠায় সঙ্গীরা পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার মরদেহ ভেসে উঠে। পরে তার মরদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

