


আনিছুর রহমান পলাশ
নিজেস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাউডার (সিএইচসিপি) কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাউডার (সিএইচসিপি) কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ড্যাবের জেলা যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সংগঠনের নেতা হুসাইন আহমদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য পরিদর্শক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আশরাফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোমেন এবং স্বাস্থ্য সহকারী মোঃ দিদারুল ইসলাম, প্রমুখ।
সভায় বিস্তারিত আলাপ-আলোচনার পর সর্বসম্মতভাবে সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মোঃ ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে হুসাইন আহমদ খাঁকে সিনিয়র সহ সভাপতি, শেখ আক্তারুজ্জামান রাজিবকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ শহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

