শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ছাতক অনলাইন প্রেসক্লাবের কমিটি পূণর্গঠন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক অনলাইন প্রেসক্লাবের কমিটি পূণর্গঠনের লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ই সেপ্টেম্বর) ছাতক অনলাইন প্রেসক্লাবের স্হায়ী কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনিরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাছনুন চৌধুরী। সবার মতামতের ভিত্তিতে পূণর্গঠন কমিটি প্রকাশ করেন ছাতক পৌরসভার নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র তাসলিমা জান্নাত কাকলি। পূণর্গঠন কমিটিতে সহ-সভাপতি মাওলানা আলী আসগর, সহসভাপতি হাফিজুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, উজ্জীবক সুজন তালুকদার, মোঃ আলমগীর হুসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হাসান জুয়েল, সহ সাংগঠনিক রুমেন আহমেদ, জাহাঙ্গীর আলম মেহেদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমেদ, সাহিত্য সম্পাদক মাছনুন চৌধুরী, প্রচার সম্পাদক দিলুয়ার হোসেন জয় এবং সদস্য নির্বাচিত হয়েছেন বিরাম আলী, আদিল মুহাম্মদ রিফাত, হাবিব আহমেদ।

কমিটি পূণর্গঠন সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, ফজলুর রহমান সুমন, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656