শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রকৌশলীর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

জুয়েল মাহমুদ উজ্জল : কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রকৌশলী শেখ রাকিবুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বারখাদা এলাকার উত্তরপাড়া প্রাইমারি স্কুলের পাশে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত প্রকৌশলী শেখ রাকিবুল ইসলাম জেলার সদর উপজেলার বারখাদা উত্তরপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রকৌশলী শেখ রাকিবুল ইসলাম পেশায় একজন প্রকৌশলী। তিনি ময়মনসিংহে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো।

ছুটিতে বাড়িতে এসে বৈদ্যুতিক কাজ করছিলো। এ সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656