শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নাসিরনগরে মানব পাচার আসামী গ্রেফতার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর সিমেরকান্দির গ্রামের মানব পাচার করার দায়ে ৩ জন আসামী গ্রেফতার।

ঘটনার বিবরণ প্রকাশ, গোয়ানগর ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের সাইদুল ইসলাম পিতা আব্দুল জলিল সহ সঙ্ঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবৎ মানব পাচার করে মুক্তিপণের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করে আসছে। গত ২০২৩ খ্রিঃ গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মনির মিয়া, নাজিম উদ্দীন এর ছেলে হাসান মিয়া, রেহান উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম, এনামুল হকের ছেলে তফছিরুল হক, তকবিরুল হককে ইতালি পাঠানোর নাম করে লিবিয়ায় নিয়ে যায়। ৬ জনকে লিবিয়ায় নেয়ার পর থেকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১১/ ১২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে।মুক্তিপণ আদায় করার পর থেকে যাদেরকে বিদেশে পাচার করা হয়েছে, পিতা/মাতা তাদের খোজখবর না পেয়ে রেহান উদ্দিনে পিতা নুর ইসলাম সাং লালুয়াটুক বাদী হয়ে নাসিরনগর থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা করার পর নাসিরনগর থানা পুলিশ মামলা নং-১৪, তাং-২৪/০৯/২০২৪, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন,২০১২ এর ৬(২)/৭/৮(২)/৯/১০/১৪ এর এজাহার নামীয় আসামী ১। সাইদুল মিয়া (৩২), পিতা- আব্দুল জলিল, সাং- সিমেরকান্দি ২। এমদাদুল হক (৪৫), পিতা- শফিকুর রহমান ৩। আইনুদ্দিন (৩৫), পিতা- মৃত মফিজ উদ্দিন, উভয় সাং- গোয়ালনগর, থানা- নাসিরনগর , জেলা- ব্রাহ্মণবাড়িয়া দের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656