


নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ, দক্ষিণ সুনামগঞ্জের (শান্তিগঞ্জ জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূরের ২৫তম মৃত্যু বার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বুধবারে বাদ আসর গ্রামের বাড়ি উজানীগাঁও জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ মাগরিব মরহুমের কনিষ্ঠ পুত্র সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের ৩০/৩, জালালাবাদ আবাসিক এলাকার বাসায় আরেকটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্ক্ষী, আত্বীয় স্বজনকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

