শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রুহুল আমিন গাজীর ইন্তেকালে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শোক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশ বরেন্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আর নেই। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিকদ সমাজের দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ কন্ঠস্বর কিংবদন্তী পেশাজীবী নেতা, আওয়ামী দুঃশাসনকালে কারা নির্যাতিত রুহুল আমিন গাজীর মৃত্যুতে বিএফইউজের অঙ্গ ইউনিয়ন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে, নিবর্তন মূলক আইন বাতিলে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছেন এসএমইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন,নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য এনামুল হক জুবের, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য শাহজাহান সেলিম বুলবুল ও ফয়সাল আমিন।

প্রসঙ্গত: আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত বছরের ২৯ শে ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656