শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে সুনামগঞ্জে নৌ র‍্যালি অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি ::এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)র বার্ষিক সভার প্রাক্ষালে সুনামগঞ্জের আকর্ষনীয় নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য এআইআইবি’র জীবাশ্ম জ্বালানির উপর বিনিয়োগ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডি’র যৌথ উদ্যোগে বুধবার দুপুর বারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পটাং নদীতে এই নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি’র (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, মোঃ আলী হোসেন, শাওন আহমদ, ইমরান হোসেন প্রমুখ।

র‍্যালিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ‘এআইআইবি-কে তাদের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। হাওর এলাকা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার, এবং এআইআইবি যদি সত্যিকার অর্থে টেকসই অবকাঠামো নির্মাণ করতে চায়, তবে তাদের অবশ্যই পরিষ্কার শক্তির সমাধানে বিনিয়োগ করতে হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656