রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি::: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে প্রশাসনের সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈষম্য বিরোধী বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দের মধ্যে রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমূখ।

মানববন্ধনের প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে-ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি চিরতরে উৎখাত করার দাবি জানানো হয়। অত্র উপজেলায় সকল অফিসে সুশাসন ও জনসেভা নিশ্চিত করতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদ(কর্মকর্তা)সংস্কার সহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পাদন করে দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রেরণ করতে হবে । ফাইল আটকে রেখে সময় ক্ষেপন করা যাবে না যা আর্থিক সুবিধা লাভের কৌশল, যা জন সেবার অন্তরায় হয়ে না যায় ।

পুলিশ প্রশাসন বিচার নিশ্চিত করতে হবে,আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়। মানববন্ধনের সকল চিত্র,ফটো, আলোচনার ভিডিও কপি, স্বারকলিপির অনুলিপি, প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব মহোদয়ের কাছে আলাদা আলাদা ভাবে সকল কপি ইমেইল পাঠাতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656