


স্টাফ রিপোটার: জগন্নাথপুর উপজেলার ছিরামিশি গ্রামের, ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কাল রাতে চুরি হয়েছে। বিদ্যালয়ের নতুন ভবন থেকে তালা ভেঙে ১২টি সিলিংফ্যান, ১৯টি শিং ও পুরাতন ভবন থেকে ২ টি ল্যাপটপ চুরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাযায়,৩০ সেপ্টেম্বর রাতে ক্লাস রুমের ১৪ টি তালা ভেঙ্গে এ সব মালাা মাল নিয়ে যায় চুরে।
এ ব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়মা বেগম জানান, সকাল ৮,৪২ মিনিটে বিদ্যালয়ের দপ্তরি মোবাইলে ফোন করের জানান, বিদ্যালয়ের ক্লাসের তালা ভেঙ্গে এসব মালামাল চুরি হয়েছে। তারপর গ্রামবাসী সবাইকে বিষয়টি অবগতি করা হয়। সঠিক তদনন্তের মাধ্যমে চুরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য জোড় দাবী জানাই গ্রামবাসী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

