শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে পিএফজি’র মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:: আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ”সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” এই মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় শান্তিগঞ্জ বাজার পয়েন্ট ইউকে এইড ও দি হাঙ্গার প্রকল্পের অর্থায়নে এবং শান্তিগঞ্জ পিএফজি’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ শাখার পিএফজি’র সমন্বয়ক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার এর সভাপতিত্বে ও পিএফজি সদস্য লিটন মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সদস্য সিরাজ মিয়া,বদরুল আলম টিপু,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, পিএফজি সদস্য কেশব চন্দ্র দেব, সৈয়দ আলম, সৈয়দ আহমদ, আয়েশা বেগম, ব্যবসায়ী সেলিম আহমদ, রমজান আলী, সাদিকুল রহমান, তাজিম আহমদ, মনসুর আহমদ, তারা মিয়া ও আবদুল আজিজ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656