


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাহিরপুরে আজ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্যে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম, উপজলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারি শিক্ষকা অফিসার কামরুজ্জামান, উপজেলা ইন্সট্রাক্টর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলার যায়যায় দিন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

