শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে এইচপিভি’র সমন্বয় সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন ক্যাম্পেইন-২৪ বাস্তবায়নে কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ই অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সাজিয়া, পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ ফাতেহা বেগম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্যে ডাক্তার মোঃ ইকবাল হোসেন বলেন, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি ক্যান্সারব্যাধি। তাই এই মারাত্মক ক্যান্সারবাধি নির্মূলে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ ৫ ম শ্রেণী- ৯ ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীদের এই ভ্যাকসিন গ্রহণ করা আবশ্যক। এই ব্যাধি নির্মূলে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলায় এই ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, মসজিদ এবং মন্দির গুলোতে প্রচার-প্রচারণা করতে হবে এবং উপকারভোগীদের তাদের মাধ্যমে সচেতন ও উৎসাহিত করতে হবে।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় আগামী ২৪ই অক্টোবর শান্তিগঞ্জ উপজেলায় ১৯২ টি ইপিআই কেন্দ্র গুলোতে ভ্যাকসিন প্রদান করা হবে। এই কার্যক্রম ১৮ দিন ব্যাপী চলবে। উপজেলায ৮৫০০ জন উপকার ভোগীদের মধ্যে এই ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656