শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ বাহল রাখতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাজির পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সুনামগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশন।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন। সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও চেয়ারম্যান-মেম্বাররা জনগণের পাশে থেকে অন্তবর্তীকালীন সরকারের সকল নির্দেশনা পালন করে যাচ্ছেন। নতুন বাংলাদেশে জনগণের প্রাপ্য সকল সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সরকার ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিচ্ছে। এতে ভেঙে পড়তে পারে গ্রাম আদালতের কার্যক্রম ও সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ।

সেই সাথে তৃণমূলের নাগরিক সেবাও ব্যাহত হবে। তাদের দাবি, গণ অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান-মেম্বার অপসারণ হলে নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ জীবন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসবে। যাচাই-বাছাই করে জন বান্ধব জনপ্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়া হলে জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, নাগরিকত্ব সনদপত্র, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ভাতাদি ও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড পেতে জনসাধারণের ভোগান্তি বাড়বে। সামাজিক ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে।

এ সময়  বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ, নূরুল হক, শাহীনুর রহমান, আমির হোসেন রেজা, আব্দুল বাছিত সুজন, জহিরুল ইসলাম, লিটন চন্দ্র দাস, সৈকত আলী, মোকাররম হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656