শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথ মতবিনিময় সভা করেছেন শান্তিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি এম এ কাসেম চৌধুরী, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, আইন বিষয়ক সম্পাদক রাহমান তৈয়ব, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া ও সদস্য শাহনুর আহমেদ সুলতান প্রমুখ।

নবাগত অফিসার ইনচার্জ মো. আকরাম আলী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656