শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জে চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মচারীদের অনশন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মাথায় কাঁপনের কাপড় পড়ে প্রথম দিনের মতো আমরণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মচারিরা।

বুধবার সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচী শুরু করেছেন। এ সময় বক্তব্য রাখেন,ওয়াজেদ আহমেদ মৃদুল,মিজানুর রহমান,সোহেল মিয়া,শাহীনা আক্তার পলি,তৌহিদ মিয়া ও শহীদ হোসন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন,সারা বাংলাদেশের সবগুলো হাসপাতালে যদি আউটসোর্সিং পদে কর্মচারীরা বহাল থাকতে পারে তাহলে সুনামগঞ্জ হাসপাতালের কর্তপক্ষরা কেন এমন আচরণ আমাদের সাথে করেছেন। আমরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহার না খেয়ে জীবন জীবিকা নির্বাহ করছি। কি অপরাধ ছিল আমাদের, হাসপাতালের কর্তৃপক্ষ একদিনের মৌখিক নোটিশ দিয়ে আমাদেরকে আউটসোর্সিয়ের বিভিন্ন পদে কর্মরত ৩৬ জন কর্মীকে চাকুরী থেকে অব্যাহত দেয়া হল। আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক নিকট জোর দাবী জানাচ্ছি অনতি বিলম্বে আমাদের চাকুরীতে পূর্ণবহাল করে আমাদের পরিবার পরিজনকে অনাহার ও অর্ধাহারে জীবন চলার পথ থেকে বাচাঁনো । অন্যতায় তারা এই চাকুরী ফিরে পেতে প্রয়োজনে আত্মহুতি দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন ।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656