শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শান্তিগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুলগামী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মজুমদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মল্লিকা দাস ও অফিস স্টাফ রনি আহমেদসহ প্রমুখ৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে উপজেলার প্রায় ৮ হাজার ৯শত ৮৬ জন কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে৷ কেউ যাতে বাদ না পড়ে সেদিকে আমাদের নজরদারি আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656