শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শান্তিগঞ্জে সুজন’র নবায়ন কমিটি গঠন সভাপতি আবু সঈদ, সম্পাদক সাজ্জাদ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : “সুজন-সুশাসনের জন্য নাগরিক” সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কমিটি পুনর্গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকাল ৪.০০ ঘটিকায় শান্তিগঞ্জের সাব রেজিস্টার অফিসের দলিল লেখক বারে সুজন শান্তিগঞ্জ উপজেলা কমিটির উদ্যােগে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ এর সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন “সুজন-সুশাসনের জন্য নাগরিক” সিলেট এর আঞ্চলিক সমন্বয়ক একে কুদরত পাশা ও সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ।

আলোচনা সভা পরবর্তী উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে সুজন’র সাবেক সাধারণ সম্পাদক ও শান্তুিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদকে সভাপতি ও  সাবেক সহ- সভাপতি ও পদ্মা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ- সভাপতি শেখ মোঃ ফয়জুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক সামিউল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক  মান্নার মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ নুরুল হক, দিলীপ কুমার দাস ও মোঃ শফিকুল ইসলাম সহ ৯ সদস্যকে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা কমিটির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্য ফখরুল ইসলাম, সুমন মিয়া, মুন্না খান, জিলানী মিয়া ও আব্দুস শহীদ প্রমুখ।

উল্লেখ্য যে, নির্বাচিত সদস্যরা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বাকী সদস্যদের মনোনীত করে ১টি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656