


মো: নুরুল হক
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : আমরা শান্তিগঞ্জী গ্রুপের উদ্যোগে শান্তিগঞ্জে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আব্দুল মজিদ কলেজে এ সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সীরাত পাঠ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ১ শত ৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক জাফর আলী, সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আবু বক্কর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ফরমান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
এছাড়া আমরা শান্তিগঞ্জী গ্রুপের এডমিন আফসার আহমাদ, মডারেটর হাফিজ আশরাফ সরদার, সদস্য খালেদ হোসেন,রাহেল মিয়া,তানিম,হাবিবুর,জাবেদ,মোজাম্মিল সহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

