রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

দিরাই রিপোর্টার্স ইউনিটির ঝাঁকজমক অভিষেক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দুইদিন ব্যাপী জাঁক ঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শনিবার দিরাই উপজেলা গনমিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্ট ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রী পলি আক্তার ও তৈয়্যবা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিরাই ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন দাস, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, গচিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান লাভলী চৌধুরী।

প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,যুগ্ন সম্পাদক আবুহানিফ চৌধুরী, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ , সদস্য তোফায়েল আহমেদ, প্রভাষক মোস্তাক মিয়া সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, শিক্ষক প্রীতিরানী দাস।

বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটিির অর্থসম্পাদক গোলাম জিলানীসহ, শিক্ষক, শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমানে অপ সাংবাদিকতার ছড়াছড়ি, কোন সংবাদ সত্য এবং কোন সংবাদ মিথ্যা বুঝা খুবই কঠিন।রিপোর্ট ইউনিটির সাংবাদিক বৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবেন এ আমাদের কামনা।

আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।কোরআন তিলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, গীতা পাঠ করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656