শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায়, বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী”র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডা: তানজিন হক, আবদুল্লাহ আল মামুন, মৃদুল কান্তি সরকার, ইয়াকুব সরকার, জয়শ্রী রায়। হাত ধোয়া প্রদর্শনী পরিচালনা করেন মো: কুতুব উদ্দিন।

বক্তারা বলেন, “হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656