শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নাগরিক সংবর্ধনায় সিদ্ধ কয়ছর এম আহমদ

নিউজ এডিটর
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

হাকীম আফতাব উদ্দিন :

সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শান্তিগঞ্জের মানুষ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য বিএনপির টানা তিন বারের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। রবিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শান্তিগঞ্জ বাজারে কয়ছর এম আহমদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জালিমের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্তিগঞ্জেও অশান্তি হয়েছে, সুনামগঞ্জের মানুষ শান্তিতে ছিল না। আপনার আমার শান্তি কেড়ে নিয়েছিল স্বৈরাচার, মাফিয়া, খুনিরা। মানুষ নির্যাতিত হয়েও কাঁদতে পারে নি, কারণ গুম করে ফেলতো তারা। ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে বিনাভোটে এমপি মন্ত্রী হয়েছেন এই এলাকার একজন। জামিন পাওয়ার পর তিনি বললেন, ‘আমাকে কেন এরেস্ট করেছে আমি জানি না।’ তাহলে সে এমপি-মন্ত্রী কিভাবে হলো। বিনাভোটে এমপি-মন্ত্রী হওয়া কী অপরাধ নয়? দীর্ঘ ১৭ বছর এখানে দাঁড়িয়ে আমাদের কথা বলার অধিকার ছিল না। সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শান্তিগঞ্জের মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে শান্তিগঞ্জের মানুষ। কার ইশারায় আমার ভায়েরা আজও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। সমাবেশের আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ব্যানারে অঙ্গ এবং সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী শান্তিগঞ্জ বাজারে এসে জড়ো হন, এবং  ফুল দিয়ে বরণ করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি যুক্তরাজ্য মো: ইসলাম উদ্দীন খানের পক্ষ থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ সহ অন্যান্যরা। আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও নুর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,যুক্তরাজ্যস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, সহ সভাপতি আনছার উদ্দিন, সহ সভাপতি আনিসুল হক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল কবির জায়গীরদার রাজা, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি এমএ রব, যুক্তরাষ্ট্র বিএনপির উপদেষ্টা এমএ রউফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জিয়াউর রহিম শাহীন,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, , যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শিহাব খান, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল হক কালাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656