


স্টাফ রিপোর্টার:: ছাতকে দীর্ঘদিন পলাতক থাকা আসামি ইউপি সদস্য আজিজুর রহমান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার খাসগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির জানান, সে নিয়মিত মামলার ১নং আসামি। এবং দীর্ঘ দিন থেকে পলাতক ছিলো। বিভিন্ন সোর্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হই।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

