শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ পাড়া ও ১০ পাড়া কুরআন দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন।

হাজী সুন্দর আলীর সভাপতিত্বে এসময় লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার কামরুল হাসান আরিফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে ১০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এলাকাবাসী জানান, প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আগ্রহী হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656