শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবাষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন মহিমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান, পর্তুগাল প্রবাসী মো. টিপু সুলতান রুয়েল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম, শাহনূর সুলতান, সাংবাদিক দিলিপ কুমার দাস, মরহুম সাংবাদিক মহিমের ভাই সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দিন ও কবির উদ্দিনসহ প্রমুখ। 

আলোচনা সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656