শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জে জামায়াতের র‌্যালি ও সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা। সোমবার(১৬ডিসেম্বর) সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মামুন আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমদ প্রমূখ। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দরগাপাশা ইউনিয়নের সভাপতি দিলোয়ার হোসেন, সেক্রেটারি জামিল আল হাসান, পূর্ব বীরগাঁও সভাপতি মাছুম আহমদ, সেক্রেটারি সোহেল আহমদ, পশ্চিম বীরগাঁও সভাপতি ক্বারী আলফাজ উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ আজিম উদ্দিন, পূ্র্ব পাগলা সভাপতি, কবির হোসেন, সেক্রেটারি শিব্বির  আহমদ,পশ্চিম পাগলা সভাপতি  কাজী নুরুল হক, সেক্রেটারি হাসান জকি,জয়কলস পশ্চিম ডাঃসাইদুর রহমান, সেক্রেটারি আলাউর রহমান,পাথারিয়া সভাপতি শমশের আলী, সেক্রেটারি আব্দুর রশীদ, শিমুল বাঁক সভাপতি এখলাছুর রহমান সেক্রেটারি মহি উদ্দিন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ও সহযোগী সমর্থক বৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656