


নিজেস্ব প্রতিবেদক: প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্য সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
তিনি বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু তারপরও দেশে অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ দাস, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

