শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্ক |
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমেদ ।

শিক্ষার্থী ওসমান গনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা ইমন, ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলী প্রমুখ।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায় বলেন, বিচার বিভাগের সংস্কার, সংবিধান সংস্কার প্রয়োজন। কিন্তু তার আগে আমরা এমন দেশ চাই, সেখানে সকল মানুষের কথা বলার অধিকার থাকবে। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে কারো কাছে টাকা চাইতে পারবে না। নাগরিকদেরও মনে রাখতে হবে, এমন কিছু করা যাবে না যাতে পাশের বাড়ির মানুষ কষ্ট পায়। আপনি যখন পাশের বাড়ির মানুষের খোঁজ রাখবেন, আপনার উপজেলার মানুষের খোঁজ রাখবেন, দেখবেন এমনিতেই মানুষ ভালো হয়ে যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656