শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে সুনামগঞ্জের হতদরিদ্র কৃষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আইপিসিডি ফিনান্সের সহায়তায় ও DYDF-এর উদ্যোগে সারা দেশের ১১টি জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা শাখার অংশ হিসেবে প্রায় ১০০ হতদরিদ্র কৃষককে শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন জুয়েল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিরোদা রাণী রায়। বিশেষ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জগৎজ্যাতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আফসার উদ্দীন আহমদ, অর্থ সম্পাদক ফারদিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক মশিউর রেজা চৌধুরী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি সালেহা বেগম, সাংগঠনিক সম্পাদক পারমিতা রায়, শুভ, কার্যনির্বাহী সদস্য ফাতেহা কাজী, আকলাস মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বর্ষা, এবং সহ-সাধারণ সম্পাদক রেহেনা সহ অন্যান্য কর্মকর্তাগন।

প্রধান অতিথির বক্তব্যে বিরোদা রানী রায় বলেন, “এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়তা করে। আমি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে গিয়াস চৌধুরী বলেন, “ধ্রুবতারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। এই ছোট উদ্যোগ বড় পরিবর্তনের সূচনা হতে পারে।”

DYDF সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদ মোঃ আমজাদ হোসেন ভূঁইয়া বলেন, আমরা সঠিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপকারভোগী নির্বাচন করার চেষ্টা করেছি, এবং হতদরিদ্র কৃষকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছি।

সভাপতি মাহমুদ হোসেন জুয়েল বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা ও মানবকল্যাণে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসীর জন্য আজকের শীতবস্ত্র বিতরণ ওই কৃষকদের জন্য একটি উপহার। ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকরী উদ্যোগ নিয়ে সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ। এবং খুব তাড়াতাড়ি ভালো কিছু উপহার দিতে যাচ্ছি।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656