


নিজেস্ব প্রতিবেদক: সিলেট নগরীস্থ পশ্চিম পীরমহল্লা এলাকায় জামায়াত ও বিএনপির সন্ত্রাসী কর্তৃক বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ই আগস্ট) চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার (১১৪-ওয়াহিদ ভিলা) জামায়াত ও বিএনপি’র মুখোশধারী সন্ত্রাসীর হামলায় বাসা ভাঙচুর ও দখলের চেষ্টা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে বাসাটি ঘেরাও করে এবং আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ভাঙচুরসহ বাসাটি দখলের চেষ্টা করে সন্ত্রাসীরা।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, হামলাকারী জামায়াত ও বিএনপি-সমর্থিত চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া ২০১৬ সালে আমাদের গ্রাম কদমতলায় নিজেস্ব মৎস্য খামার দখল করার অভিযোগে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করি। তার জের ধরে দুষ্কৃতিকারী আজ আমাদের বাসায় হামলা ও ভাংচুর করেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় এমন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিনিয়ত ঘটছে। তবে এখন রাজনৈতিক সহিংসতার ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। ঘটনাটির সাথে সংযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের করতে হবে। আর না করলে স্থানীয় সাধারণ মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়বে।”
এ ব্যাপার কর্তৃপক্ষ প্রশাসন জানান, আমরা হামলা ও ভাংচুরের সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ করি এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

