শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জ থেকে মির্জা ইয়ামিনকে অপহরণ: পরিবারের উদ্বেগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ২২৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা ডেস্ক: সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট থেকে রহস্যজনকভাবে মির্জা ইয়ামিন কে অপহরণের অভিযোগের খবর পাওয়া গেছে।

সোমবার (১৩ই মে) সুনামগঞ্জ শহরের বাসিন্দা মির্জা ফারুকের পুত্র মির্জা ইয়ামিন প্রতিদিনের ন্যায়ে সকালে বাহির হয়ে সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরছে না দেখে তাদের নিকটতম আত্মীয় স্বজনের বাসা সহ সম্ভব স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায় নি। মির্জা ইয়ামিনকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারবর্গ।

মির্জা ইয়ামিন নিখোঁজের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের ধারণা মির্জা ইয়ামিন কে অপহরণ করা হয়েছে। কারণ তার সাথে কারো কোন শক্রতা নেই। সে ভদ্র-নম্র ও শান্ত স্বভাব প্রভৃতির।

মির্জা ইয়ামিনের বাবা কাঁদতে কাঁদতে উদ্বেগ-উৎকন্ঠে বলেন “আমার ছেলেকে ফিরিয়ে দেও। ইয়ামিন ছাড়া আমি অসহায়। তিনি সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে আকুল আবেদন করেন বলেন আমার নির্দোষ ইয়ামিনের দ্রুত সন্ধান চাই। আপনার আমাকে সহযোগিতা করুন।

এদিকে ইয়ামিনের অপহরণে সংবাদে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সামাজের সচেতন মানুষ উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বলেন আমরা অভিযোগ পেয়েছি অতিবিলম্বে তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখব। আর নিখোঁজ মির্জা ইয়ামিন কে সন্ধানে দক্ষ ফোর্স নিয়োজিত রাখব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656