শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নাসিরনগরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে দিনে-দুপুরে একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

জানা যায়,চুররা বাসা থেকে নগদ ১১ লাখ টাকা ও আড়াই ভুরি স্বর্ণ চুরি করে মিয়ে যায়। সোমরার ২০ জানুয়ারি ২০২৫ খ্রিঃ  দুপুরে নাসিরনগর উপজেলা সদরে পল্লী বিদুৎ জোনাল অফিসের উত্তর পার্শ্বের বিল্ডিং এর ২য় তলায় ভাড়াটে ঔষধ ব্যাবসায়ী শেখ ফরহাদ তালুকদার এর ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। শেখ ফরহাদ তালুকদার জানান, আমি সকালে আমার ঔষধের দোকানে যাই, আমার স্ত্রী সকাল ৯.৩০ ঘটিকায় বাসায় তালা দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়।দুপুর ১টায় আমি বাসায় ফিরে দরজা তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই।ঘরে গিয়ে দেখা পাই ঘরে থাকা প্রতিটি আলমারি, ওয়ার ড্রপের তালা ভাঙা অবস্থা সব মালামাল তছনছ করা হয়েছে।চোরেরা ড্রয়ারে থেকে নগদ ১১ লাখ টাকা ও আড়াই ভুরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। থানার অফিসার ইনচার্জ তদন্ত জামিল আহম্মেদ খান জানান, লিখিত অভিযোগ পাইনি,তবে চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656