


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আল ইখওয়ান ইসলামি যুবসংঘ ইদনপুর”র উদ্যোগে শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে মেধা বৃত্তি পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলার সিরাজ মহুমা উচ্চ বিদ্যালের মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ছাত্র/ছাত্রী মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন।
সিরাজ মহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন”র সভাপতিত্বে আফজাল হোসেন”র সঞ্চালনায় বক্তব্য রাখেন টেংরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল মিয়া,শিক্ষক ওয়াক্কাছ আলি। মাওলানা আবুল কালাম আজাদ, আতাউর রহমান, আল ইখওয়ান ইসলামি যুবসংঘ ইদনপুর,সভাপতি নাঈম আহমেদ, মারুফ আহমদ,মোঃ শাহিন,মোঃ জাকারিয়া।
মেধাবৃত্তি পরিক্ষায় প্রথমস্থান অধিকার করে মাইশা ইসলাম মুনিয়া দ্বিতীয়স্থান ফাহমিদা আক্তার তানিয়া তৃতীয়স্থান নাদিয়া জান্নাতসহ পনেরোজন শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ও অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

