


স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ই ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর সোহেল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম সহ সচেতন বৃদ্ধি মুলক ভিডিও প্রদর্শনী করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বলেন, আমাদের গ্রাম আদালতের মূল উদ্দেশ্য গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। আমি গ্রামে বসবাসরত সবাকে আহ্বান জানাচ্ছি আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন তাহলে গ্রাম আদালতে চলে আসুন। আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত আছি।
আলোচনা সভায় সালিশ ব্যক্তিতে সানু মিয়া, শিক্ষকাবিদ নজরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, ইউপি সদস্যা আমিনা বেগম, তৈয়বুন নেছা, ইউপি সদস্য লিটন মিয়া, আশিক মিয়া,জহুর উদ্দিন, হাবিবুর রহমান,ছয়ফুজ্জামান তালুকদার,সবুজ মিয়া,সাবেক সদস্য নুর আহমদ, ইউপি হিসাবরক্ষক পলাশ চন্দ্র দাস, সমাজসেবক ইকবাল হোসেন,জসীম উদ্দিন, সঞ্জয় চক্রবর্তী, মতিন মিয়া, এফপিআই জাহিদুল ইসলাম,স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহযোগিতায় আলোচনা সভা প্রদর্শনী প্রদান হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

