


নিজেস্ব প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রলীগের হামলায় আহত গোলাপগঞ্জ থানা ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম।
বৃহস্পতিবার (২০ই সেপ্টেম্বর) ২০১৮ খ্রিস্টাব্দে শাহাদাত আল নাজিম গোপালগঞ্জ কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রলীগের কিছু সংখ্যাক কর্মী ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে শাহাদাত আল নাজিমের ওপর হামলা চালায়।
আহত ছাত্রদলের কর্মী শাহাদাত আল-নাজিমের চিৎকারের আওয়াজ শোনে তাৎক্ষণিক পাশ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসেন এবং দুর্বৃত্তরা তখন পালিয়ে যায়। আহত অবস্থায় নাজিম কে স্থানীয়দের সহয়তা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ধরে ছাত্রদলের কর্মী শাহাদাত আল নাজিমের উপর অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা করে ছাত্রলীগের কিছু সংখ্যাক সন্ত্রাসীরা।
তাৎক্ষণিক ঘটনাটির ব্যাপারে পুলিশ কে অবগত করা হয়। এবং পুলিশ কর্মকর্তা আশ্বাস প্রদান করেন দ্রুত বিষয়টি দেখবেন আইনি-প্রক্রিয়া চলমান থাকবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

