শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

জাউয়াবাজার ডিগ্রি কলেজ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়াবাজার ডিগ্রি কলেজ কর্তৃক জিপিএ- ৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ই ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাস অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমন খানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির শিক্ষানুরাগী সদস্য তরুণ সমাজ সেবক আব্দুল জব্বার এবং দাতা সদস্য শামসুল কবির মুহিত।

এছাড়া কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক জয়াধর রুবি, আরশ আলী, সমর কুমার সরকার, বাংলা বিভাগের প্রভাষক দুলাল মিয়া, আইসিটি বিভাগের প্রভাষক গৌসল হক নাঈম প্রমুখ।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কৃতি ছাত্রের মাঝে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন অত্র কলেজের সাবেক শিক্ষার্থী লক্ষমসোম গ্রামের ফ্রান্স প্রবাসী মামুন মিয়া ও জিয়াপুর গ্রামের ফ্রান্স প্রবাসী ও অত্র কলেজের সাবেক শিক্ষার্থী দেওয়ান আহমদ, ডায়েরি প্রদান করেন এডহক কমিটির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য আব্দুর জব্বার।

জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিজ্ঞান বিভাগের সুমন আহমদ, কাওছার আহমদ, মারুফ আহমদ, রাতুল দেব অন্তুু, শাওন আহমদ, লিমন আহমদ, মাহফুজুর রহমান, ব্যবসা শাখার নাজমিন বেগম, মানবিক বিভাগের আফরিন সুলতানা মুনা,তাহেরা খাতুন সহ মোট ১০ জন শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656