শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

এমসি কলেজ প্রতিনিধি : এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের অভিজাত এক হোটেলে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চলনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, এখন আমরা গ্লোবাল ভিলেজে আছি। বিশ্বের কোথাও কিছু হওয়ার সাথে সাথেই আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে যাই। মিডিয়া ভূমিকা রাখে বলেই আমরা সঠিক খবর পেতে পারি। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে আমরা কলেজের সকল খবরের সঠিকটা পেয়ে যাই। তারা কলেজের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। রিপোর্টার্স ইউনিটির এই ইফতার মাহফিল এক চমৎকার উদ্যোগ।

এসময় বক্তব্য রাখেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ, ইমরান ইমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ, আবু তালহা মাহি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656