


নিজেস্ব প্রতিবেদক : ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরে ৩ নেতা।
রবিবার (১০ই জুন) উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ফুলকলি শপের সম্মুখে ছাত্রলীগের সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে পরিকল্পিত হামলায় গুরুতর আহত হোন ছাত্রশিবির নেতা ছাতক উপজেলা পূর্ব সাথী শাখার সভাপতি মোঃ আনছার আলী ও শিবির কর্মী জাবের আহমদ ও রাকিব।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেলা ২ ঘটিকার দিকে ছাত্রশিবিরে কর্মী ফুলকলি শপ থেকে বাহির হয়ে রোডে যাচ্ছিলেন। ইতিমধ্যে ছাত্রলীগের কিছু কর্মী অতর্কিতভাবে শিবিরের সদস্যদের ওপর হামলা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহয়তায় তাদেরকে উদ্বার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সহ বিভিন্ন সামাজিক সংগঠন ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনা সততা নিশ্চিত করে ছাতক উপজেলা পুলিশ কর্মকর্তা জানান আমার শুনেছি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করব।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

