শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ওবায়দুল হক মিলন: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সমিতির আয়োজনে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল’র  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর সমিতির উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডা. মাহবুবুর রহমান স্বপন, মুফতি আব্দুল হক, তাহিরপুর কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বম্ভরপুর সমিতির উপদেষ্টা অ্যাভোকেট আলম নূর হীরা, মো.মহিবুর রহমান,নূরুল ইসলাম ও সিএ তফাজ্জুল হোসেন বাবুল।

স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর  সমিতির সাধারণ সম্পাদক মোড়ল মাসুদ জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর সমিতির সহ- সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও বিশ্বম্ভরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এন.ডি উছমান গনি।

ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শেখ আহমদ শফি। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আলী নূর।

অন্যান্যের মধ্যে বিশ্বম্ভরপুর সমিতির সহ- সভাপতি  মাওলানা আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জহিনূর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক সার্জেন্ট অব. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাজেরা খাতুন, কার্যনির্বাহী সদস্য মো. শওকত হোসাইন, মো.শাহজাহান,নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান সোহেল, মো.ইসমাইল হোসেন, গোলাম মাওলা,মো.খালেকুজ্জামান ও মো.জিয়াউল হক সোহাগ প্রমুখ সহ বিভিন্ন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ এবং বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীসহ সুনামগঞ্জ শহরে বসবাসরত বিশ্বম্ভরপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656