শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ছাত্রশিবিরে হামলায় আহত ছাত্রলীগ নেতা মোয়াবিয়া

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগনাথপুর ছাত্রশিবির সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সামাজ সেবা বিষয়ক সম্পাদক মো. মোয়াবিয়া।

শুক্রবার (২০ই এপ্রিল) দুপুরে জগ্ননাথপুর পৌর মার্কেটে রাজনৈতিক বিষয় ছাত্রলীগ নেতা মোয়াবিয়া ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে ছাত্রদল (বিএনপি) ও ছাত্রশিবির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবিতর্কিতভাবে মুয়াবিয়া ওপর হামলা চালায়।

আহত অবস্থায় মোয়াবিয়াকে উদ্ধার করে জাগ্ননাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড সিলেট জিএম ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনীতির প্রতিহিংসার কারণে ছাত্রদল ও ছাত্রশিবিরে সন্ত্রাসী বাহিনী অবির্তকিতভাবে মোয়াবিয়ার ওপর হামলা করে। এ ধরনের ঘটনা আমাদের মাঝে আতংক বিরাজ করছে। প্রশাসন কর্তৃপক্ষের আরো দৃষ্টিগোচর থাকতে হবে।

এ বিষয় মোয়াবিয়া জানান ” আমি ছাত্রলীগের রাজনৈতি সক্রিয় থাকায় পূর্বের পরিকল্পনা অনুযায়ী ছাত্রশিবির ও ছাত্রদল সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা করে।

এদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র নিন্দা এ জানিয়েছেন এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহব্বান করেন।

এ ব্যাপারে জগ্ননাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656