শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ই মার্চ) শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিনিউটি সেন্টারে উপজেলা আমির হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্ট এপিপি এডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য, মাওলানা হাবিবুর রহমান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সিরাজ মিয়া,উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর, সহ-সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ।

এছাড়া ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল হোসেন, পূর্ব বীরগাঁও জামায়াতে সভাপতি মাছুম আহমদ জুসেফ, পুর্ব পাগলা জামায়াতে সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতে সভাপতি আফাজ আহমেদ, সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাঁক জামায়াতে সভাপতি এখাছুর রহমান, সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন। উপজেলা যুবদল নেতা কাবিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল লেইছ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংবাদকর্মী, জামায়াত, ছাত্রশিবির সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656