শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে ঈদ করতে এসে প্রাণ গেল সুমাইয়ার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : দিন যত বাড়ছে শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার(২৯ মার্চ) ভোরের দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পড়ে আহসানমারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসে চাপায় সড়কেই প্রাণ যায় সুমাইয়ার।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ছুটে আসি এবং স্থানীয়দের সহায়তা সুমাইয়ার মরদেহ উদ্ধার করা। জানাযায় সুমাইয়া পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656