


সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও স্কুল মাঠে বুধবার (২৬ মার্চ) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নামে ইউনিয়ন বিএনপিকে উপেক্ষা করে ইফতার মাহফিল আয়োজনে অনুপ্রবেশকারী ও জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে প্রাধান্য দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেছেন জনৈক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে জাতীয় পার্টির চিহ্নিত নেতাকর্মী সমর্থকরা ও আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা নেতৃত্ব দিলেও ঐ মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি রংগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আসকর আলী , সেক্রেটারী মোঃ নুর উদ্দিন,সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল শহীদসহ ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির প্রকৃত নেতাকর্মীদেরকে। এমনকি দলের বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাইকেও ঐ ইফতার মাহফিলে আমন্ত্রণ করা হয়নি।
উপেক্ষিত নেতাকর্মীরা বলেন,গত ১৭ বছরে আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জেল জুলুম ও নির্যাতনের মোকাবেলায় দলকে ধরে রেখেছি। শত বিপদের মধ্যেও দল পরিবর্তন করিনি। এখন দেখছি গত সংসদ নির্বাচনে যারা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে ছিল তারাই বিএনপির হর্তাকর্তা সেজে বসে আছে দলের ইফতার মাহফিলে। এ বঞ্চনা বৈষম্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের জন্য রঙ্গারচর ইউনিয়ন বিএনপির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

