শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় মাসুমা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : বাবার লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা বেগম নামে এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামে এ ঘটনা ঘটে।

সে পঞ্চমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।

জানা গেছে, গতকাল বুধবার রাতে মাসুমার বাবা রাকিব আলী (৫০) নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে মাসুমাকে পরীক্ষার হলে যেতে হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই সকাল ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাসুমার নিকট আত্মীয়রা বলেন, মাসুমা তার বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর সে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে সে অকৃতকার্য হবে। এজন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, মাসুমার বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র আমরা শিক্ষকবৃন্দ রাতের আধারে তাদের বাড়িতে ছুটে যাই। মেয়েটি শোকাহত থাকায় প্রথম দিকে পরিক্ষা অংশগ্রহণ করতে চায় নাই। আমরা সকাল বেলায় তাকে পরীক্ষায় কেন্দ্রে আত্নীয় স্বজনদের প্রচেষ্টায় নিয়ে যাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656