শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান রুয়েব : শান্তিগঞ্জে পুর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে আব্দুল্লাহ ফাউন্ডেশন।

রবিবার(১৩ এপ্রিল) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে সহায়তা প্রদান করেন৷ পাশাপাশি তাদের যে-কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন৷

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনসার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি আজমল আহমদ,, পুর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পুর্ব বীরগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাঁচিত আহমেদ, মনাই আহমেদ, দুলেন আহমেদ,আমির হোসেনসহ আরও অনেকে।

আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি আজমল আহমেদ বলেন, আমরা ইতিমধ্যে পুড়ে যাওয়া ১০ টি পরিবারের সাথে সাক্ষাত করেছি এবং তাদের কিছু সহায়তা করেছি। সামনে যেনো আরো বেশি কিছু করতে পারি সেই চিন্তাভাবনা করছি৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656