শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সব বাঙালির অমলিন ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

লেখক: ওবায়দুল মুন্সী

আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। পহেলা বৈশাখ হলো বছরের নতুন দিনের সূচনা, আমাদের ঐতিহ্যের উদযাপন, সংস্কৃতির মিলনমেলা! সব বাঙালির প্রাণের উৎসব।

প্রাচীন বাংলা পুঁথিতে বঙ্গাব্দের বহুল ব্যবহারের ইতিহাস জানা যায়। মোগল সম্রাট আকবরের বাংলা সাল প্রবর্তনের পর থেকে গত প্রায় চারশ’ বছর ধরে ভারতীয় উপমহাদেশে কৃষি চাষাবাদ ও ঋতুর সঙ্গে অনেক উৎসব ও পার্বণ অনুষ্ঠান যুক্ত হয়। মোগল সম্রাট আকবরের আমলে (১৫৮৪ বঙ্গাব্দ থেকে) চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল প্রজাকে খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। আর পরদিন মানে পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষ্যে তখন বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। যা ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। এভাবেই ভারতীয় উপমহাদেশে পহেলা বৈশাখ উদযাপনের সূচনা।

সময়ের সাথে বৈশাখের ব্যাপ্তি ঘটেছে। বৈশাখ এখন রূপ নিয়েছে অসাম্প্রদায়িক চেতনার ! মানুষের এই উৎসবে যোগ হয়েছে নানান বিনোদ। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় পরিবর্তন হলেও তার মৌলিকতা এক ও অভিন্ন। বৈশাখের সেই অভিন্নতাই ধর্ম-বর্ণ,জাত-অজাত ভেদাভেদ ভুলিয়ে মানুষের পরিচয় বহন করে।

কাব্যে-গানে,নৃত্যে-নাট্যে সর্বচিত্তে বরণ করি আমাদের বাঙালির অমলিন ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’।

দেশ বিদেশের লেখক-পাঠক, শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। বস্তুনিষ্ঠ খবর পেতে দৈনিক হাওড় বার্তার সাথেই থাকুন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656