


ছাতক প্রতিনিধি : ছাতকের চেলা-ইছামতী ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের আয়োজনে সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক মানবজমিন, সিলেটের ডাক,জৈন্তাবার্তা ও পুণ্যভূমি পত্রিকায় কোম্পানীগঞ্জ-ছাতক সীমান্তবর্তী সোনাই নদীতে বাঁধ দিয়ে চাঁদাবাজি “শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।
সোমবার (২১শে এপ্রিল) ২০২৫ ইং বিকেলে ইছামতী ব্রীজে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠে সংগঠনের সাধারণ সম্পাদক, এম বেলাল আহমেদ বলেন,জাতীয় দৈনিক মানবজমিন ও আঞ্চলিক দৈনিক সিলেটের ডাক ১৯/০৪ তারিখে ও জৈন্তা বার্তা ১৮/০৪ তারিখে সিলেট পুণ্যভূমি পত্রিকায় কোম্পানীগঞ্জ ছাতক সীমান্তবর্তী সোনাই নদীতে বাঁধ দিয়ে চাঁদাবাজি “শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদে আমরা তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ্সোসিয়েশনের সদস্যবৃন্দ বৈধ প্রন্থায় সরকারকে আগাম ভ্যাট/ট্যাক্স পরিশোধের মাধ্যমে ইছামতি নদী দিয়ে চুনাপাথর আমদানি করে থাকি। শুকনো মৌসমে নদীতে পানি কম থাকায় আমরা ইছামতি থেকে ছোট ট্রাকের মাধ্যমে কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের বিভিন্ন ক্রাশার মিলে পাথর সরবরাহ করে থাকি।
সোনাই নদীতে রাবারড্রাম প্রজেক্ট চালু থাকায় বোরো মৌসমে পানি ভরাট থাকায় সোনাই নদীতে ছাতক এবং কোম্পানীগঞ্জ সীমান্তে গাংপার নোয়াকুট স্থানে আমরা বিগত ৩ বছর যাবত পানি প্রবাহের রাস্থা রেখে ডাইবেশন রোড/টেম্পরারি বাঁধ দিয়ে থাকি। যাহা:বাঁধ নির্মাণকালীন সময়ে উপজেলা প্রশাসন ইউএনও মহোদয় ছাতক ও থানা প্রশাসন ওসি মহোদয়কে দরখাস্থের মাধ্যমে অবগত করা হয়েছে।ডাইবেশন রোড চালু থাকিলে আমরা বেশি পাথর ভোলাগঞ্জ সাপ্লাই দিতে পারি এতে সরকার বেশি ট্যাক্স পায় এবং এলাকার হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।পুলিশ প্রশাসনের ও গনমাধ্যমের একাধিক কর্মী সেটা পরিদর্শন করে গিয়েছেন। আমরা এই রাস্থায় কাউকে কোন প্রকার চাঁদা দেই না। আমরা ব্যবসায়ীগন গ্রুপের মাধ্যমে রাস্থা প্রসস্থ ও সংস্কার গ্রুপের ফান্ড থেকে ইছামতী বাজার হইতে বাধ পর্যন্ত প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে রাস্থা সংস্কার করেছি যার কাজ এখনো চলমান। আমাদের সম্মানিত সদস্য মোঃ ইলিয়াস আলীর নামে চাঁদাবাজি সংক্রান্ত যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও প্রশাসনের প্রতি আমরা দাবি পেশ করছি সরেজমিনে তথ্য নিয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সহযোগিতা করবেন। এবং সাম্প্রতিক সময়ে দৈনিক মানবজমিন ও সিলেটের ডাক-দৈনিক পুণ্যভূমি পত্রিকায় যে কৃচক্রী মহল আমাদের চেলা-ইছামতী ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বর্তমান ইউ/পি সদস্য মোঃ শফিক আলী কে জড়িয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলকভাবে সম্মান হানির দৃষ্টি গোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ সমন্নয়ে বৈধ ব্যবসা চুনাপাথর আমদানি করে আসছি। ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধ: গণমাধ্যম কর্মীগণ আপনারা সত্য প্রকাশে সরেজমিন পরিদর্শন পূর্বক সংবাদ দেশ জাতির কল্যাণে প্রকাশ করবেন। এবং প্রশাসনের প্রতি জোর দাবী মিথ্যা তথ্য দিয়ে একটি কৃচক্রী মহল নানাভাবে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিসাধন করতে তৎপর হয়ে ব্যবসার প্রতিবন্ধকতা চেষ্টা করিতেছেন। তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানাচ্ছি। অন্যতায় আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এতে উপস্থিত ছিলেন “চেলা-ইছামতী ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন”এর সভাপতি আব্দুল হাই সহ-সভাপতি ইউপি সদস্য শফিক আলী,সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ সদস্য আবুল মিয়া,ফজল করিম, মোবারক মিয়া এলাইছ মিয়া বতু মানিক মিয়া জসীম উদ্দীন,রুস্তম আলী জয়নাল মিয়া আজিজুর রহমান, বিশিষ্ট মুরব্বি ছবর আলী বাহার উদ্দিন মন্তাজ খাঁ, নুরুল ইসলাম সামছু মিয়া,দুলাল আহমদ, আলমগীর,সাদেক আলী, রুপন মিয়া,শাহীন মিয়া,রাহেল মিয়া, প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

