শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দিরাইয়ে পানি’র পাত্র নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১ আহত  

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

পাবেল হাসান 

দিরাই বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে পানি’র পাত্রে হাত ধূয়া নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার বিকেল ৬ টায় স্থানীয় জগদল কেন্দীয় জামে মসজিদ পয়েন্টে আব্দুল আহাদ মাষ্টার ও একই গ্রামের আছাব উদ্দিনের লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এতে আব্দুল আহাদ গ্রুপের শেখ বাবুল মিয়া (৭০) শেখ সুহেল মিয়া (৪৫) শেখ আব্দুল মুকিত ( ৫০) শেখ নাহিদ মিয়া(২৭) শেখ মুহাম্মদ ( ১৮) শেখ কামরুল ইসলাম ( ৩০) শেখ ছায়েদ আলী আহত হয়েছেন। আছাব উদ্দিন গ্রুপের আব্দুল হালিম (৪৫) সামছুল ইসলাম ( ৫৪) জুবায়ের আহমেদ( ২১) আব্দুল আহাদ গ্রুপের চার জনের ও আছাব উদ্দিন গ্রুপের একজনের অবস্থা আশঙ্কা জনক থাকায় দিরাই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এ প্রেরণ করেন ।

আব্দুল আহাদ গ্রুপের শেখ মনজিল আহমেদ জানান, সহিবুর গং’ রা আমাদের সাথে পূর্ব শত্রুতার প্রহর গুনছিলেন আমার ভাই সহিবুরের দোকানে গেলে ভুল বশত তার পানি রাখা একটি পাত্রে হাত ধুয়েছিল। সে রাগ করার পর আমার ভাই নিজের ভুল শিকার করে পূনরায় পানি গুলো যথাস্থানেই রেখে দেয়। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে একা পেয়ে সহিবুরের হুকুমে জাকির, আলীম, হালিম, ওলিদ সহ সংঘবদ্ধ দল আমার ভাইকে আক্রমন করেন। আছাব উদ্দিন গ্রুপের সামছুল ইসলাম জানান,আমার ভাতিজা সহিবুর খুব কষ্ট করে চা বানানোর জন্য পানি সংগ্রহ করে। দাপট দেখিয়ে শেখ সুহেল মিয়া তার জমিয়ে রাখা পানি দিয়ে হাত -পা ধুয়ে ও পানি ফেলে দেয়। আমার ভাতিজা সহিবুর রহমান সামন্যে প্রতিবাদ করলে সুহেল আমার ভাতিজার উপর উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পূর্ব থেকে উৎ পেতে থাকা সুহেল মিয়া’র ভাই ভাতিজাদের ফোন কল দেওয়া মাত্রই তারা লাটি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাতিজা সহ আমাদের কয়েজনের উপর হামলা করে। আমরা আমাদের প্রাণ রক্ষার্থে সংঘর্ষের প্রতিবাদ করেছি। আমাদের উপর সকল হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিচার চাই।

এদিকে সালিশ ব্যাক্তিত্ব জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান লাল মিয়া’ বলেন, আমাদের জগদল একটি শান্তিপ্রিয় গ্রাম।এবার যা ঘটেছে তা আসলেই দু:খজনক। অচিরেই গ্রামের সবাইকে নিয়ে একটি সুন্দর সমাধানের চেষ্টা করবো।

এব্যাপারে দিরাই থানা’র অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবংঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656