শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দিরাইয়ে বজ্রপাতে যুবক নিহত, আহত ২

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

রাজিব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আরও একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল/১০ বৈশাখ) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু আইয়ূবুর রহমান (২০)। তিনি একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে। আহত হয়েছেন তার বড় ভাই অলিউর রহমান এবং একই গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৩৫)।

নিহতের চাচাতো ভাই সুজন মিয়া জানান, তারা বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রফিনগরের বাংলা বাজার এলাকায় একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আবু আইয়ূবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এর আগের দিন মঙ্গলবার (২২ এপ্রিল) বজ্রপাতে একই উপজেলায় একজন নিহত ও তিনজন আহত হন।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, “হাওর এলাকায় বজ্রপাত একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। জীবন রক্ষায় আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656